হালুয়াঘাটে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিতঃ 5:01 pm | March 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের হালুয়াঘাটে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাভলী (৪২), তাহের আলী (৬৫) ও আবুল কালাম (৪৫)।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের ৮ যাত্রী আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বাকি দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email