বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙলেন সৌম্য
প্রকাশিতঃ 5:14 pm | June 20, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
টেন্টব্রিজে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না অস্ট্রেলিয়ার দুই ওপেনার। শুরুতে একটু দেখেশুনে খেললেও এরপর থেকে রীতিমত তেড়েফুড়ে ব্যাটিং করেছেন তারা। কিছুতেই যেন কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত ২১তম ওভারে এসে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ১২১ রানের বিধ্বংসী ভাঙেন সৌম্য সরকার।
উইকেট না পড়ায় এই ওভারে রাউন্ড দ্য উইকেটে সৌম্যকে নিয়ে এসেছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ওভারের ৫ম বলেই তাকে খেলতে গিয়ে রুবেলের হাতে তালুবন্দি হন ফিঞ্চ। ৫১ বলে ৫৩ করে আউট হন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩২ রান।
নটিংহ্যামের টেন্টব্রিজে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
মিডলঅর্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে এসেছেন সাব্বির রহমান এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় একাদশে এসেছেন পেসার রুবেল হোসেন। মোসাদ্দেক এবং সাইফ ইনজুরিতে, আর সাব্বির এবং রুবেল চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ এবং সাব্বির রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।