মারা গেলেন ময়মনসিংহে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন
প্রকাশিতঃ 2:35 pm | March 08, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের ছেলে।
শাওনের বাবা এমএ কুদ্দুস কালের আলোকে বলেন, কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করে। জীবনের শেষ ৭দিন লাইফ সাপোর্টে ছিলেন শাওন। টানা ১১ দিন জীবনের সঙ্গে লড়াই করে হেরে গেলেন শাওন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম কালের আলোকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে নগরীর জেলা পরিষদ এলাকায় গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালের আলো/ওএইচ