ত্রিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
প্রকাশিতঃ 10:41 pm | March 07, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) চাপায় মহাদেব (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
বুধবার সকালে মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাইজুর রহমান জানান, স্কুলের সামনের রাস্তা পারাপারের সময় ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) মহাদেবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী মিনিট পাঁচেক মহাসড়ক অবরোধ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছবি: ফাইল ফটো
কালের আলো/ওএইচ