ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রীসহ নিহত ৩
প্রকাশিতঃ 4:47 pm | March 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের নান্দাইল ও ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী ও এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকায় এবং দুপুরে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মো. ইউনুস আলী জানান, সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে ঝালুয়া এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা তিন স্কুলছাত্রী গুরুতর আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে স্কুলছাত্রী সোনিয়া (১৫) ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুলছুম (১৬) নামে আরেক ছাত্রীর মৃত্যু হয়।
অপরদিকে, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, দুপুরে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা নারগিস আক্তার (৩২) নামে নারীর মৃত্যু ও তার দুই সন্তান আহত হয়।
কালের আলো/ওএইচ