৬০ কোটি রুপির প্রতারণা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিতঃ 4:43 pm | October 07, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার। বর্তমানে মামলাটি তদন্তাধীন। সেই মামলায় শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

মুম্বাই পুলিশ বলছে, শিল্পাকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সময় তার বক্তব্য নথিভুক্ত করা হয়।

ইকনমিক অফেন্সেস উইংয়ের এক কর্মকর্তা জানান, পুলিশ শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শিল্পা তাঁর বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সন্দেহজনক লেনদেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেন, যা বর্তমানে যাচাই করছে কর্তৃপক্ষ।

এর আগে গেল মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং।

তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় তদন্ত চলছে। রাজ কুন্দ্রাকে ইতোমধ্যে সমন পাঠানো হয়েছিল এবং তিনি হাজিরা দিয়ে জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চুপ থাকেন রাজ, ফলে ইকনমিক অফেন্সেস উইং তাকে পুনরায় ডাকার পরিকল্পনা করছে। রাজকে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে শিল্পা ও রাজ তার কাছ থেকে ৬০ কোটিরও বেশি রুপি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন। পরে রাজ দাবি করেন, ঐ অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এছাড়াও কিছু লেনদেনের সূত্র পাওয়া গেছে বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও। সূত্র: এনডিটিভি।

কালের আলো/এসএকে