আ’লীগের সমাবেশে সর্বোচ্চ শোডাউনের প্রস্তুতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের

প্রকাশিতঃ 3:21 pm | March 03, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

দলীয় নেতা-কর্মীদের মাথায় থাকবে ছাত্রলীগের লোগো সম্বলিত ক্যাপ। হাতে থাকবে সংগঠনের পতাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেতা-কর্মীদের স্রোত থাকবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানমুখী। নেতৃত্বে থাকবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিতে রাজধানীতে এমন দৃষ্টিনন্দনভাবেই দেখা মিলবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের। এদিন বঙ্গবন্ধুর ভাষণের স্থান সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এ জনসভাকে ঘিরে ব্যাপক লোক-সমাগমের প্রস্তুতি শুরু করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগও। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নিজেদের সাংগঠনিক শক্তিরও জানান দিতে চায় এ সংগঠনটির নেতা-কর্মীরা।

দলীয় সূত্র জানায়, স্মরণকালের বৃহত্তম এ জনসভা সফল করতে নানামুখী প্রচারণা শুরু করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। ঢাকা মহানগরীর ৮ টি নির্বাচনী এলাকায় জনসভার প্রচারণায় মাইকিং করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৬ টি মাইকে বিরতিহীন প্রচারণা চলছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সূত্র নিশ্চিত করেছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়ার পর এদিনটিতে রাজপথে নিজেদের অবস্থান জানানোর জন্য স্মরণকালের সর্বোচ্চ শোডাউনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। দলটির ৮ টি টিম ইতোমধ্যেই মাঠে নেমে গেছে।

পুরো বিষয়ের মনিটরিং করছেন সংগঠনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। আগামী সোমবার (০৫ মার্চ) বিকেলে দলীয় কার্যালয়ে এ নিয়ে প্রস্তুতি সভা করবে তাঁরা।

এ প্রস্তুতি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন উপস্থিত থাকবেন। সেখানে সুশৃঙ্খলভাবে জনসভায় যোগ দেয়া থেকে শুরু করে অবস্থান নেয়ার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হবে।

সূত্র মতে, আওয়ামী লীগের এ জনসভায় কমপক্ষে ১৫ হাজার দলীয় নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট নিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। তাদের জন্য ১৫ হাজার ক্যাপের অর্ডার দেয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান দৈনিক কালের আলোকে বলেন, ‘সব ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে আসবেন। সকাল ১০ টার মধ্যে আমরা সমাবেশস্থলে প্রবেশ করবো। নেত্রীর বক্তব্য থেকে আগামী এক বছরের একটা গাইডলাইন আমরা পাবো।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চের স্পিরিটকে কাজে লাগিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জে জয়ী হতে ছাত্রলীগ প্রস্তুতি গ্রহণ করবে। এ সমাবেশ স্বার্থক ও সাফল্যমন্ডিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’

 

কালের আলো/আরআর/এএম

Print Friendly, PDF & Email