প্রকাশ পেল ‘জান্নাত’ ছবির দ্বিতীয় লুক
প্রকাশিতঃ 2:43 pm | March 02, 2018
কালের আলো ডেস্ক:
বর্তমান ঢালিউডে সেরা জুটিদের মধ্যে অন্যতম সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটি। এই দুই তারকার নতুন ছবি ‘জান্নাত’-এর দ্বিতীয় লুক প্রকাশ পেয়েছে আজ বৃহস্পতিবার। এর আগে প্রকাশ পেয়েছে ‘জান্নাত’-এর প্রথম লুক।
দ্বিতীয় লুক প্রকাশের পর সোশ্যাল মিডিয়া সাইমন-মাহির উপস্থিতিতে ভিন্ন রকম আবহে পোস্টারটি প্রশংসিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, মাথায় সাদা ওড়না দিয়ে মায়াবী চোখে তাকিয়ে আছেন মাহি। তার মুখের অবয়ব কি যেন বলতে চায়। অন্যদিকে হালকা দাড়ি আর পাগড়িতে সাইমনের মুখ শুকিয়ে আছে। এছাড় পোস্টারে আলীরাজকে টুপি এবং মিশা সওদাগরকে পাগড়ি মাথায় দেখা যায়।
এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে এই পোস্টারের সব রহস্যের উত্তর মিলবে ‘জান্নাত’ সিনেমাটি মুক্তির পর।
সাইমন-মাহি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া হাউজ। শিগগিরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কালের আলো/ওএইচ