পিএসএলে চেনা ব্যাটিংয়ে তামিম, ফিল্ডিংয়ে সাব্বির
প্রকাশিতঃ 12:39 pm | March 02, 2018
কালের আলো ডেস্ক:
শুধু ফিল্ডিং দিয়েই এক সময়ে দলে থাকার দাবি রাখতেন। অথচ, শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে কি যাচ্ছে-তাই ফিল্ডিংই না করেছেন সাব্বির রহমান রুম্মান। শুধু এক ইনিংসেই তিন তিনটি সহজ ক্যাচ তার হাত থেকে গেছে ফসকে। সঙ্গে সঙ্গে ম্যাচও গেছে ফসকে।
ঢাকা টেস্টে লো স্কোরিং ম্যাচে সেই তিনটি ক্যাচ ড্রপের দু:সহ স্মৃতি বৃহস্পতিবার রাতে ভুলিয়ে দিয়েছেন সাব্বির। সর্বশেষ তিন তিনটি হোম সিরিজে ব্যাটিংয়ে ব্যর্থ সাব্বির, ইনিংস প্রতি গড় রান তার ওই তিনটি সিরিজে ৬ ম্যাচে ৮.৮০ !
সে দু:সহ পরিস্থিতি কাটিয়ে চেনা ছন্দে ফিরতে পেরেছেন সাব্বির বৃহস্পতিবার রাতে। সাকিবের ইনজুরিতে পাকিস্তান সুপার লীগে ( পিএসএল) কাকতালীয়ভাবে পেশোয়ার জালমিতে খেলার অফার পেয়ে এমনিতেই আনন্দে আটখান ছিলেন ব্যাড বয় ইমেজের এই ক্রিকেটার।
বৃহস্পতিবার রাতে পিএসএলের অভিষেকে বাজিমাত করেছেন ফিল্ডিংয়ে। একটি,দু’টি নয়-তিন তিনটি ক্যাচ ধরেছেন। তিনটিই অসাধারন ক্যাচ। কোয়েটা গ্লাডিয়েটর্সের ওপেনার আসাদ শফিককে মিড উইকেটে ফরোয়ার্ড ডাইভিংয়ে যে ক্যাচটি লুফে নিয়েছেন, তা নিশ্চিত করতে টিভি আম্পায়ারের সহায়তা নিতে হয়েছে ২ আম্পায়ারকে ! পেশোয়ার জালমি বোলারদের উপর চাবুক চালানো রিলি রসৌকে ডিপ মিড উইকেটে ক্যাচে দিয়েছেন ফিরিয়ে। মোহাম্মদ নেওয়াজকে লং অনে ক্যাচে করেছেন পরিনত। পিএসএলের চলমান আসরে এক ইনিংসে তিনটি ক্যাচের দৃস্টান্ত এটা দ্বিতীয়। ৫দিন আগে এমন কৃতি গড়েছিলেন পেশোয়ার জালমির ওয়াহাব রিয়াজ। দুবাইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনটি ক্যাচ নিয়েছিলেন তিনি।
পিএসএলে সাব্বিরের অভিষেক ম্যাচটিতে তামীমের ব্যাটিংয়ে দিয়েছেন আস্থার প্রতিদান। সারজার স্লো উইকেটে দ্রুত রান তোলার প্রবনতায় কামরান আকমল (১০),ডুয়াইন স্মিথ ( ২৩), হাফিজ ( ২৯) আউট হয়েছেন। তা দেখে তামীম এক এন্ড আগলে রেখে খেলবেন বলে করেছিলেন পন। তাতেই পেশোয়ার জালমি পেরেছে হাসতে। ১৪৪’র টার্গেটে ঝুঁকিপূর্ন শট নেয়া থেকে বিরত থেকেছেন।
ইনিংসের তৃতীয় বলে আনোয়ার আলীকে কভার ড্রাইভে বাউন্ডারিতে আত্মবিশ্বাসী তামীম হাজির সারজায়। হাসান খানকে লং অনের উপর দিয়ে মেরেছেন ছক্কা ! ৩ চার,১ ছক্কায় ৩৮ বলে ৩৬ রানের ইনিংসটির সমাপ্তি ঘটেছে রান আউটে। শেন ওয়াটসনকে থার্ডম্যানে খেলে ডাবলস নিতে যেয়ে আনোয়ার আলীর সাইথ থ্রোতে হয়েছেন রান আউট। স্ট্রাইক রেট ৯৪.৭৩ টি-২০ ম্যাচের আদর্শ ব্যাটিং নয়। তবে এক এন্ড ধরে দলের দু’টি পার্টনারশিপে ( দ্বিতীয় উইকেটে ৩০ এবং ৩য় উইকেট জুটিতে ৫৪) নেতৃত্ব দিয়ে পেশোয়ার জালমিকে জয়ের কাছাকাছি রেখে আসতে পেরেছেন। তাতেই ফিনিশিংটা সহজ হয়েছে ড্যারেন স্যামীর। পিএসএলে ১১,৩৯’র পর ১১,৩৬ ! শুক্রবার আর তিনটি রান হলে ২টি কাকতালীয় ঘটনার দৃস্টান্ত হতে পারতেন তামীম। ১১,৩৯’র পর আর একবার ১১,৩৯ হয়ে যেতো। তাহলে ৪ ইনিংস মিলে রানের সমস্টি দাঁড়াতো ১০০। তবে এই আসরে ১’শ এখনো পূরন না হলেও রাতটিতে কিন্তু পিএসএলের চলমান আসরের শততম ছক্কাটি এসেছে তামীমের হাত থেকেই !
তামীমের দারুন দিনে সাব্বির রহমান রুম্মান পিএসএলের অভিষেক ইনিংসে করেছেন ১১ রান। ১১ বলে ১১ রানের ইনিংসে রাহাত আলীর ইয়র্কারে মেরেছেন বাউন্ডারি। পরের বলে রাহাত আলীকে ছক্কা মারতে যেয়ে ডিপ মিড উইকেটে দিয়ে এসেছেন ক্যাচ।
পেশোয়ার জালমির রাতটি অবশ্য রঙীন করেছেন অধিনায়ক ড্যারেন স্যামী। স্লগের বোলিংয়ে পেয়েছেন ২ উইকেট (২/২১)। স্লগের ব্যাটিংয়ে (৪ বলে ১ চার,২ ছক্কায় ১৬ নট আউট) দলকে দিয়েছেন জয় উপহার।
কালের আলো/ওএইচ