ঘুরে দাঁড়াচ্ছে ফারমার্স ব্যাংক-ডিএমডি আব্দুল মোতালেব

প্রকাশিতঃ 9:48 pm | February 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

ফারমার্স ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল মোতালেব পাটোয়ারী। নতুন প্রজন্মের এ ব্যাংকটির ওপর গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রাখতেও আহবান জানান তিনি।

একই সঙ্গে ব্যাংকটির এ শীর্ষ কর্মকর্তা ব্যাংকটির কুঋণ আদায়ের কৌশল, আমানত কিভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে গ্রাহকদের কাছে নিজেদের উপস্থাপন করবে এসব বিষয়ে ব্যাংকটির মহাব্যবস্থাপনা পরিচালকের বার্তাও পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট শাখা প্রধান ও কর্মকর্তাদের কাছে।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্যাংকটির ময়মনসিংহের তারাকান্দা শাখায় ঋণ আদায় সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্টদের এমন নির্দেশনা প্রদান করেন।

সভায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও তারাকান্দা শাখাসহ তিনটি শাখার শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সভায় কেন্দ্রীয় অফিস থেকে আগত উর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মূলত ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের কারণে কঠিন সময় পার করছে নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংক। নতুন করে ঘুরে দাঁড়াতে ব্যাংকটি নানামুখী উদ্যোগ নিয়েছে। পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব এসেছে। তীব্র তারল্য সংকট কাটাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঋণ ফেরত আনতে ‘রিচ অ্যান্ড রিকোভার’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকটির মূলধনও বাড়ানো হচ্ছে।

তারাকান্দা শাখায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মোতালেব পাটোয়ারী। এ সময় বক্তব্য রাখেন চীফ রিকোভারী এক্সিকিউটিভ মো: মনির উদ্দিন, এফভিপি এন্ড হেড অফ রিটেইল ব্যাংকিং স্বপন কুমার রায়, এফভিপিআইটি ডিভিশন খন্দকার এ.এফ এম হোসেন, এভিপি এন্ড হেড অফ আইটি অডিট এন্ড ইন্সপেকশন ফজলে রাব্বীসহ তিনিটি শাখার শাখা প্রধান।

এ সভায় ব্যাংকের আর এন্ড আর ডিপার্টমেন্টের ত্রিশ জন সদস্যসহ তিন শাখার প্রায় ৮০ জন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া ও ব্যংকের কয়েকজন সন্মানিত গ্রাহকও সভায় উপস্থিত ছিলেন।

সভায় তারাকান্দার শাখার ঋণগ্রহীতা মো: মফিদুল ইসলাম ব্যাংকের এ ক্রান্তিলগ্নেও তার ঋন অ্যাকাউন্টে লাখ লাখ টাকার লেনদেনের মাধম্যে ব্যাংটির পাশে থেকে সহযোগীতা করায় ডিএমডি তাকে ধন্যবাদ জানান।

ব্যাংকটির তারাকান্দা শাখার ম্যানেজার সেলিমা বেগমের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয়। পরে ব্যাংকটির সকল কর্মকর্তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হয়ে সব প্রতিকূলতা দূরে ঠেলে ব্যাংকটিকে সামনে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার করেন।

 

কালের আলো/ওএইচ