ময়মনসিংহ সিটিতে ৫ মে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
প্রকাশিতঃ 7:56 pm | May 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ সিটি করপোরেশনসিটি নির্বাচন উপলক্ষে আগামী ৫ মে (রবিবার) ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ, বিধি-৪ শাখার ২৯ এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৫ মে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ৫ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সকল শাখাও বন্ধ থাকবে।
কালের আলো/এসআর/এমএইচএ