সাবেক এমপি সাবিনা গ্রেপ্তার

প্রকাশিতঃ 4:04 pm | June 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, রোববার (২২ জুন) মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালের আলো/এমডিএইচ