নির্বাচন নিয়ে আরও একবার সংশয়-অনিশ্চয়তা দূর করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিতঃ 11:18 pm | July 09, 2025

কালের আলো রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনৈক্য চরমে। অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্তসাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা কেটে যায়। কিন্তু জামায়াত-এনসিপি লন্ডন বৈঠকে যৌথ ঘোষণা নিয়ে প্রবল আপত্তি তোলে। এর মধ্যে গত ৩০ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেন। সেই ফোনালাপে উভয়পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এরপরও নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নির্বাচন সংক্রান্ত পরস্পর বিরোধী বক্তব্যে তৈরি হয় সন্দেহ-অবিশ্বাস। নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে দূরত্ব স্পষ্ট হলেও সরগরম রাজনীতির মাঠ। ঠিক আরও একবার এই সময়টিতে এসে সংশয় বা অনিশ্চয়তা দূর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। তিনি ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বুধবার (০৯ জুলাই) রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, ‘নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা।’ এ সময় নির্বাচনসংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব ধোঁয়াশা ও শঙ্কার মেঘ কেটে গেছে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই নির্দেশনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সরকারের প্রতি আস্থা বাড়বে। নির্বাচন আয়োজনের এই প্রস্তুতির বার্তা সরকারের অবস্থানকেও স্পষ্ট করেছে। তীব্র দাবদাহের পর ঝুম বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে।

  • নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা
    মোহাম্মদ শফিকুল আলম
    প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জানা যায়, প্রধান রাজনৈতিক দল-বিএনপি প্রায় সময়েই বলে আসছে, সংস্কার-বিচার ইস্যুতে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জামায়াতে ইসলামীও কঠোর ভাষায় বলেছে, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কিসের? কী নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’ অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার। তারপর নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশও সংস্কার, বিচার এবং পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। একই সুরে কথা বলেছে জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ একাধিক রাজনৈতিক দল। নির্বাচন নিয়ে দলগুলোর এমন পরস্পর বিরোধী বক্তব্যে উদ্বিগ্ন দেশের মানুষ।

কঠিন এক রাজনৈতিক পরিস্থিতিতে আশা জাগানিয়া এক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। বুধবার (০৯ জুলাই) রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি। শফিকুল আলম বলেন, প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে (পুলিশ, বিজিবি, কোস্টগার্ড) ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে। তাঁদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘নির্বাচন সামনে রেখে অনেক পাঁয়তারা হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোরভাবে আইন প্রয়োগ করে।’

কালের আলো/এমএসএএকে/আরআই