সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম

প্রকাশিতঃ 11:40 pm | July 09, 2025

ঝিনাইদহ প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। গত ২৫ বছরে বিএসএফ সীমান্তে ১২ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে। তারা মানবতাবিরোধী অপরাধ করছে। এ বিএসএফের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দেশের সহস্রাধিক ছাত্র-জনতা শহিদ হয়েছেন। আমি ঝিনাইদহের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণ করছি। জুলাইয়ের প্রেরণা আমাদের শক্তি। আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার, হাসিনা ও আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।’

সমাবেশে দলের সদস্যসচিব আকতার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারি, ডা. তাসনীম জারা, সারজিস আলম, সামান্তা শারমিন, তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বিরের বাবা আমোদ আলী বক্তব্য রাখেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর। পরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। এসময় হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে এনসিপি নেতাদের অভ্যর্থনা জানান।

কালের আলো/এএএন