বিএনপির ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: আফরোজা আব্বাস
প্রকাশিতঃ 6:44 pm | July 09, 2025

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক, কালের আলো:
বিএনপির ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের রূপরেখা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে মঙ্গলবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা ও নারী সমাবেশে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, “বিএনপির ৩১ দফা মানেই বাংলাদেশে। ৩১ দফা মানেই গণতন্ত্র। ৩১ দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ।
“এখানে আছে আগামীতে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই ৩১ দফার মধ্যে আছে নারীদের কথা।”
তিনি বলেন, “আমরা নারীরা কিন্তু বড় রাজনীতিবিদ। নারীরা শুধু পুরুষদের মতো রাজনীতি করে না। আমরা সংসার করি, ঘর সামলাই, সন্তন জন্ম দেই, লালন পালন করি, স্কুলে পাঠাই।
“আবার দেশের প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখি।”
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান ও উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী বক্তব্য রাখেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. মাসুম ভূইয়া সভা সঞ্চলনা করেন।
কালের আলো/এএএন