যশোরে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

প্রকাশিতঃ 1:01 pm | June 19, 2025

যশোর প্রতিবেদক, কালের আলো:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন) ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ (৪৫) নামে ওই ব্যক্তি। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদ কাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার (১৮ জুন) দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার ট্রিটমেন্ট শুরু করার আগেই বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন শাফায়েত বলেন, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার ওভার ফোনে করোনা পজিটিভের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ নিয়ে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

কালের আলো/এএএন