‌মিরপুরে বিপুল পরিমাণ মাদক, মোবাইল-টাকাসহ দেবর-ভাবি আটক

প্রকাশিতঃ 10:51 am | June 18, 2025

কালের আলো প্রতিবেদক:

রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও ছিনতাইকৃত মোবাইলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে শাহ আলী থানার অন্তর্গত রাইনখোলা বাজারে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম রাজিব এবং সামিয়া আক্তার নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা সম্পর্কে দেবর-ভাবি।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী দারুস সালাম ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাত সারে এগারোটার দিকে রাইনখোলা এলাকায় সি ব্লকের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে৷

সেনা ক্যাম্প জানায়, এ সময় ২৮৩ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১০ লক্ষ ৩২ হাজার পাঁচশত ৫০ টাকা ও ২৮ টি ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা শহরে বিভিন্ন স্থান থেকে ছিনতাই করে মোবাইল ফোন জমা দিয়ে ছিনতাইকারীরা আটককৃতদের থেকে ইয়াবা নিতো বলে জানিয়েছে সেনাবাহিনী। পরবর্তী তাদের শাহ্ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/ডিএস/এমএম