কোনো অপশক্তিই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 8:40 pm | February 25, 2018
কালের আলো রিপোর্ট:
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,“বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো অপশক্তিই এ অগ্রযাত্রা রুখতে পারবে না।”
রোববার পটুয়াখালীর বাউফলের নব নির্মিত থানা ভবন উদ্ভোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মানবিক দিক চিন্তা করে মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গাকে প্রধানমন্ত্রী দেশে আশ্রয় দিয়েছেন। এজন্য বিশ্ববাসীর কাছে মাদার অফ হিউমিনিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে অর্ন্তভুক্ত হতে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।”
এসময় আরও বক্তব্য দেন- জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান ও পটুয়াখালী পুলিশ সুপার মাইনুল ইসলাম।
বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে বাউফলে এলে তাকে স্বাগত জানান স্থানীয় সাংসদ আসম ফিরোজ। বাউফল থানা পুলিশ তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর তিনি থানার নতুন ভবন উদ্বোধন করেন।
কালের আলো/এমকে