সুভাষ চন্দ্র বিশ্বাসের কাঁধে ময়মনসিংহের ডিসি’র গুরুভার

প্রকাশিতঃ 10:34 pm | February 25, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড.সুভাষ চন্দ্র বিশ্বাস।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। একই আদেশে চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ মোট ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন জেলার ডিসি পদে রদবদল করা হয়েছে। তারা হলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকার ডিসি, নরসিংদীর ডিসি ড. সুভাস চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের ডিসি এবং ঠাকুরগাঁওয়ের ডিসি আব্দুল আওয়ালকে যশোর জেলার ডিসি করা হয়েছে।

ময়মনসিংহের ডিসি মো. খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ১৯৯৮ সালে ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে।

তিনি ইতোপূর্বে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ওই সময় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন লোকমান হোসেন মিয়া। বর্তমানে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রশাসনের ১৭ তম ব্যাচের কর্মকর্তা ড.সুভাষ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করার পর নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তাঁকে নিয়োগ দেয়া হয়। তিনি ছিলেন নরসিংদী জেলার ১৬তম জেলা প্রশাসক।

 

কালের আলো/এমএসএ