ফের উত্তপ্ত পাক-ভারত সীমান্ত, কামানের গোলা নিক্ষেপ
প্রকাশিতঃ 3:23 pm | February 25, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিতর্কিত কাশ্মীরের পাক-ভারত সীমান্ত। শনিবার উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গোলাগুলির ঘটনা কী কারণে ঘটেছে তা জানা যায়নি। তবে চলতি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাক্যাম্পে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়।
এ প্রসঙ্গে ভারতীয় পুলিশের পরিদর্শক ইমতিয়াজ হোসেন জানান, পাকিস্তান সেনারা উরি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে কয়েক শ গ্রামবাসী তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। অন্য এক অফিসার জানান, ভারতীয় সেনারাও পাল্টা গোলা নিক্ষেপ করেছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত এবং ইসলামাবাদকে এর যথাযথ মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেছে নয়াদিল্লি।
তবে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
কালের আলো/এমএস