কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশিতঃ 2:33 pm | February 25, 2018

উবায়দুল হক, কালের আলো:

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন-বিক্ষোভ করছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টার দিকে নগরীর গাঙ্গিনারপাড়স্থ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় আন্দোলনকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীন দেশে বৈষম্য কেন?’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।

তাদের দাবিগুলো হচ্ছে- কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধায় নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।

বক্তারা বলেন, আমাদের প্রধান দাবি কোটা সংস্কার করতে হবে। তরুণ সমাজের দাবির প্রেক্ষিতে শতকরা ৫৬ ভাগ কোটা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। বেকারদেরর প্রতি, দেশের জনগণের প্রতি সুফলতা বয়ে আনাতে ও দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যেই আমাদের কোটা সংস্কার আন্দোলন চালাতে হবে।

মানববন্ধন শেষে গাঙ্গিনারপাড় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারিরা।

 

কালের আলো/ওএইচ