ময়মনসিংহে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ 12:15 am | April 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

আটককৃতরা হল- বিপ্লব কুমার চক্রবর্তী (৪৮), হুমায়ন কবির (৪৩) ও নুরুন্নবী জিসান (১৪)।

সোমবার (২২ এপ্রিল) র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শহরের পালিকা শপিং মল সংলগ্ন মেছুয়া বাজারে কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে। এমন খবরের ভিত্তিতে রোববার (২১ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তিন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

কালের আলো/ওএইচ