প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিতঃ 7:23 pm | April 22, 2019

প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ শহরের ছোট বাজার জিকেএমসি সাহা রোডে লিপি ক্যামিকেলস’র ব্যবসায়িক বৈধতা রয়েছে। ঢাকাস্থ “বিজনেস ফাইল” পত্রিকায় ময়মনসিংহে অবৈধ এসিড ফ্যাক্টরী লিপি কেমিকেল শিরোনামযুক্ত গত ১৮ই এপ্রিল প্রকাশিত খবরটি সঠিক নয়। একটি বিভ্রান্তিমূলক খবর ছাপিয়ে পত্রিকা কর্তৃপক্ষ জনমনে অপপ্রচার করেছেন। প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
সংশ্লিষ্ট প্রতিবেদক, এ ধরণের ভুয়া খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এবং প্রতিবাদ প্রকাশ না করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কেননা আমরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে, যথারীতি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি।
নিবেদকঃ বিমল কান্তি সেন।
সত্ত্বাধিকারী, লিপি ক্যামিকেল।