আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদি

প্রকাশিতঃ 11:02 am | May 08, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (৮ মে) একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। পাশাপাশি আজ বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মোদি বুধবার (৭ মে) দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মোদি তার নির্ধারিত তিন-দেশীয় ইউরোপ সফর বাতিল করেছেন। এই সফরে তার ১৩ থেকে ১৭ মে পর্যন্ত ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ডস সফরের কথা ছিল। নরওয়েতে অনুষ্ঠেয় নর্ডিক সম্মেলনেও তাঁর অংশ নেওয়ার পরিকল্পনা ছিল।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাশিয়ায় ‘ভিক্টরি ডে’ অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছেন। তার পরিবর্তে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ওই অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিত্ব করবেন।

অন্যদিকে, পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে- পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্তর্জাতিক মহলে যোগাযোগ শুরু করেছেন।

ইতিমধ্যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের বলেছেন, ভারতের উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে ইসলামাবাদ উত্তেজনা বৃদ্ধি করলে ভারত ‘দৃঢ়ভাবে পাল্টা জবাব’ দিতে প্রস্তুত।

অজিত দোভাল তাদের ভারতের পদক্ষেপ ও বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে অবহিত করেছেন, যা ছিল ‘পরিমিত, উসকানিহীন এবং নিয়ন্ত্রিত’। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আরও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হবে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে।

পেহেলগামের হত্যাকাণ্ডের পর সীমান্ত পার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এই হামলার উদ্দেশ্য।

নয়াদিল্লির স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিবের সঙ্গে এই ব্রিফিংয়ে মিশ্রি এ কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন ভারতীয় সেনা ও বিমানবাহিনীর দুই নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।

কালের আলো/এমডিএইচ