আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

প্রকাশিতঃ 8:11 pm | April 15, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর তত্ত্বাবধানে ও বানৌজা হাজী মহসীন এর সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার(১৫ এপ্রিল) ঢাকার বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের প্রথম দিনেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য লিডিং পেট্রোলম্যান। তিনি হাইজাম্পে ২.১২ মিটার উচ্চতা অতিক্রম করে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড করেন। হাইজাম্পে পূর্বের জাতীয় রেকর্ড ছিল ২.১১ মিটার।

আজকের প্রতিযোগীতায় মোট ছয়টি ইভেন্ট ১১০ মিটার হার্ডেল, ১৫০০ মিটার দৌড়, শট পুট, ১০০ মিটার স্প্রিন্ট, ৩০০০ মিটার ষ্টিপল চেজ ও হাই জাম্প অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০২টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ নৌবাহিনী ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনী মাত্র একটি টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচএ