হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি

প্রকাশিতঃ 3:45 pm | April 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৮ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা হতে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।

এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।

কালের আলো/এমডিএইচ