ডি এইচ আকাশের ‘তুই কেমন মেয়েরে’

প্রকাশিতঃ 9:47 am | April 10, 2019

শোবিজ প্রতিবেদক, কালের আলো:

নতুন কণ্ঠশিল্পী ও সুরকার ডি এইচ আকাশের গাওয়া সাঁই গান ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর বৈশাখ উপলক্ষে ‘তুই কেমন মেয়েরে’ শিরোনামে আরও একটি গান মুক্তি পেয়েছে।

গত ৩ এপ্রিল সিএম সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়।

চন্দ্রমনি’র পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুজন ও অঞ্জলি সাথি। রিলিকে চয়নিকা সাহা, মিউজিক জেড এইচ বাবু ও কোরিওগ্রাফারে ছিলেম আদিব হাসান।

গানের ভিডিও:

কালের আলো/ওএইচ