একটানা কাজে ক্লান্ত ফায়ার সার্ভিস কর্মীদের ছবি ভাইরাল

প্রকাশিতঃ 9:53 pm | April 09, 2019

কালের আলো ডেস্ক:

কুমিল্লা ইপিজেডের সুতা কারখানায় আগুন নেভাতে ব্যস্ত ও ক্লান্ত ফায়ার সার্ভিসকর্মীদের ছবি ভাইরাল হয়েছে। ২০ ঘণ্টার মতো কাজ করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। তবে কেউ কেউ ক্লান্তিতে ফ্লোরে শুয়ে পড়লেও অন্যরা আগুন নেভানোয় ব্যস্ত ছিলেন।

রবিবার(৭ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ভোর রাত পর্যন্ত আগুনের লেলিহান শিখার সাথে যুদ্ধ শুরু হয়। টানা ১০ ঘণ্টা যুদ্ধ শেষে রণভঙ্গ দেয় আগুনের লেলিহান শিখা। আর যুদ্ধজয়ের তৃপ্তি নিয়ে রণাঙ্গনেই শরীর এলিয়ে দেন দমকল বাহিনীর সদস্যরা। আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপের মধ্য থেকে ধোয়ার কুণ্ডলি জানান দিচ্ছিলো দমকল বাহিনীর রাতভর পরিশ্রমের কথা।

তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের কাজ করতে হয়। কেউ শুয়ে পড়া আর কারো কাজ করার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে লোকজনকে ইতিবাচক মন্তব্য করতে দেখা যায়। একজন লিখেছেন, ‘এই একটি বিভাগ, যারা কোনো দুর্নীতিতে জড়িত নয়। জান দিয়ে তারা দায়িত্ব পালন করেন।’

কালের আলো/এমএইচএ