বিজেপির নির্বাচনী বহরে হামলা, বিধায়কসহ নিহত ৫
প্রকাশিতঃ 8:12 pm | April 09, 2019

কালের আলো ডেস্ক:
ভারতের ছত্তিসগড়ে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারের গাড়ি বহরে ‘মাওবাদীদের হামলায়’ দলটির বিধায়ক ভীমা মানদাভিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।
এনডিটিভি জানায়, জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে মঙ্গলবার বিকালে ছত্তিসগড়ের দানতেওয়াড়া এলাকায় এ হামলা হয়।
নির্বাচনী প্রচার শেষে ভীমার গাড়ি বহর ওই এলাকা দিয়ে ফিরছিল।
ছত্তিসগড়ের বাস্তার জেলায় আগামী ১১ এপ্রিল ভোট। এই জেলায় মাওবাদীরা অত্যন্ত সক্রিয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ভীমাকে বহন করা গাড়ির কিছু অংশ উড়ে যায়।
বিস্ফোরণের পর বেঁচে যাওয়া লোকজন বিধ্বস্ত গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ‘কাছেই লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের গুলি করে’।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
গত বছরের বিধানসভা নির্বাচনে দানতেওয়াডা আসনে কংগ্রেসের দেভতি কর্মাকে হারিয়েছিলেন ভীমা।
কালের আলো/এমএইচএ