অবশেষে শিক্ষা ক্যাডারের ২৯ কর্মকর্তাকে বদলী

প্রকাশিতঃ 1:55 pm | February 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের কারণে ব্যাপক আলোচনায় থাকা শিক্ষা অধিদফতর ও ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন কার্যালয়ের ২৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাতের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব মন্মথ রঞ্জন বাড়ৈ, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন, বিদ্যালয় পরিদর্শক এটিএম মঈনুল হোসেন ও মাউশির পরিচালক ড. মো. সেলিম।

এতে বলা হয় বিসিএস (সাধারণ শিক্ষা) এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হলো।

বদলি হওয়া কর্মকর্তাদের রাজবাড়ি, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, খুলনা, যশোর, কিশোরগঞ্জ, সিলেট, জয়পুরহাট, ফেনী, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, শরীয়তপুর, ভোলা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, বগুড়া, ব্রাক্ষ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুরের বিভিন্ন কলেজে পাঠানো হয়েছে।

কালের আলো/এএম

Print Friendly, PDF & Email