শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের কর্মযজ্ঞে মুগ্ধ কবি কাজী রোজি এমপি

প্রকাশিতঃ 1:55 am | February 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মযজ্ঞে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কবি কাজী রোজি।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের পাশে থাকার অঙ্গীকার করে প্রবীণ এ সংসদ সদস্য বলেন, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সকল সদস্য বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রলীগের এমন কাজ মানুষের মাঝে সংগঠন সম্পর্কে পজেটিভ ইমেজ তৈরি করবে। আগামী দিনে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র আরো বিকশিত হবে এবং বিকশিত করবে আমাদের দেশের এই সোনালী ভবিষ্যতকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনটি গ্রুপে প্রতিযোগিরা এতে অংশ নেয়।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ডা: সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক মো: হারুন অর রশীদ, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সদস্য ও গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি, ইনডেক্সের সিইও পীরজাদা শফিউল্লাহ আল মনির, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মো: মাকসুদুর রহমান, মেসার্স কাশেম এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন ও চিত্রনায়িকা অর্পিতা স্পর্শিয়া।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কবি কাজী রোজি বলেন, আজকের শিশুরাই দেশকে নেতৃত্ব দেবে আগামীদিনে। শিশুদের মানবিক বোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে।

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের মত সংগঠন প্রতিটি জেলায় জেলায় প্রয়োজন।
তিনি বলেন, শিশুরাই সুন্দর ফুলের বাগান।

আজকের শিশুরা আগামীর ভবিষ্যত তাঁরা তাদের এই জীবনের শুরুতে নিজেকে বিকশিত করার শিক্ষা পেলে তাঁরা কখনই ভুল করবে না, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র শিশুদেরকে বিকশিত করতে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে এক ঝাঁক মেধাবী তরুণ।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান ডা: সৈয়দ মিজানুর রহমান মিজান বলেন, আমাদের এই শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সোনালী ভবিষ্যত।

আমরা আমাদের এই শিশুদেরকে জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে বিকশিত করতে পারলে তাঁরা আমাদের দেশকে নিয়ে যাবে উন্নতির শিখরে।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র শিশুদেরকে সত্যিকারের মানুষ হিসিবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ।

আজকের শিশুরাই বিনির্মান করবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। তিনি সমাজের সকল শ্রেণীর মানুষকে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র পাশে থাকারও আহ্বান জানান।

কালের আলো/এসএ/এএ