রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ 1:49 am | March 17, 2025

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক, কালের আলো:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবকের মো. হারুন (৩২)।
রোববার (১৬ মার্চ) বিকেলে ক্যাম্পের ১৪ ই/ ৩ ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন।
তিনি বলেন, ওই ক্যাম্পে বসবাসরত মো. হারুন বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও একাধিক অপহরণ কাণ্ডের সঙ্গে জড়ি ছিলেন তিনি। পরে ভুক্তভোগী লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, এপিবিএন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের আলো/এসএকে