মিরপুরে সেনা অভিযানে চাঁদাবাজ আটক
প্রকাশিতঃ 11:29 am | July 18, 2025

কালের আলো প্রতিবেদক:
মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটক করেছে মিরপুর সেনা ক্যাম্পের ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি বিশেষ টহল দল।
বুধবার (১৬ জুলাই) মোঃ সোহেল (৩৫) নামে এই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। যিনি একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন প্রকল্পে চাঁদা দাবি করছিলেন বলে জানিয়েছে সেনা ক্যাম্প।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল রাজধানীর পল্লবী থানাধীন ডি ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
মিরপুর সেনা ক্যাম্প জানিয়েছে, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র হতে প্রাপ্ত তথ্য এবং ভিডিও ফুটেজে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে। এছাড়া, আটককৃত সোহেল পূর্বে পল্লবীর বাউনিয়া এলাকায় সংঘটিত একটি চাঁদাবাজি ও গুলি বর্ষণের ঘটনার সাথেও জড়িত ছিল বলে জানা গেছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম