ইউক্রেন থেকে এক্সে সাইবার হামলা, দাবি মাস্কের
প্রকাশিতঃ 3:14 pm | March 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের দাবি, ইউক্রেন থেকে বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে তার সমাজিক মাধ্যমের এই সংস্থাট।
মাস্ক বলেন, “এক্সের ওপর গুরুতর সাইবার হামলা হয়েছে এবং এখনও হয়ে চলেছে। আমাদের ওপর প্রতিনিয়ত আঘাতের চেষ্টা করা হয়। কিন্তু এবারের আঘাত অনেক বড় আকারে হয়েছে।”
কোনও বড় সংস্থা অথবা দেশ সংগঠিত ভাবে এর পেছনে আছে বলেও দাবি করেন তিন
পরে ফক্স বিজেনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দাবি করেন, যে কম্পিউটার সিস্টেম থেকে এই আক্রমণ চালানো হয়েছে তার আইপি অ্যাড্রেস ইউক্রেনের। কিন্তু এর পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি।
এরপর কয়েকজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জানান, এর থেকে এটা বলা যায় না যে ইউক্রেন এই হামলার পেছনে আছে।
ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ প্রায় ৪০ হাজার এক্স ব্যাবহারকারী এই সমস্যার কথা জানান। তারপর থেকে এই সংখ্যা ওপর-নিচ হতে থাকে।
দুপুর ১২টা নাগাদ সংখ্যাটা প্রায় ৩৫ হাজারে নেমে যায়। তারপর আবার বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত কমে যায়।
২০২২ সালে ইলন মাস্ক এক্স তথা সাবেক টুইটার কেনার পর থেকেই এই সমাজমাধ্যমে একাধিক প্রযুক্তি বিভ্রাট দেখা গেছে।
কালের আলো/এসএকে