কংগ্রেস সদস্যদের বেতন বৃদ্ধির পরামর্শ ইলন মাস্কের

প্রকাশিতঃ 2:32 pm | February 28, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুর্নীতি নিরুৎসাহিত করার উপায় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরামর্শ দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, দুর্নীতির জন্য জোরপূর্বক কাজ কমাতে কংগ্রেস এবং প্রবীণ সরকারি কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ বাড়ানো যুক্তিসঙ্গত হতে পারে। কারণ এটি দুর্নীতির প্ররোচনা কমাতে পারে। দুর্নীতি জনগণের জন্য ১০০০ গুণ বেশি ব্যয়বহুল হতে পারে।

২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের বেতন স্থবির রয়েছে। মাস্কের পরামর্শ অনুযায়ী, তাদের বেতন ৬ হাজার ৬০০ ডলার বাড়ানো যেতে পারে। তা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির সমান।

এর আগে, গত ডিসেম্বরে একটি স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিলের প্রথম খসড়া বাতিল করতে সাহায্য করেছিলেন মাস্ক। ওই বিলে আইনপ্রণেতাদের জন্য স্বয়ংক্রিয় জীবনযাত্রার খরচ সমন্বয় পুনর্বহালের মাধ্যমে বেতন বৃদ্ধির ব্যবস্থাও করা হয়েছিল। তবে মাস্ক এই বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন।

এর আগে গত বুধবার ট্রাম্পের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ডিওজিই প্রোগ্রাম সম্পর্কে কথা বলেন মাস্ক। সেখানে, তিনি উল্লেখ করেন, আমরা যদি এটি না করি, তাহলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।

কালের আলো/এসএকে