ময়মনসিংহে কিশোর হত্যা: আরো এক আসামি গ্রেপ্তার
প্রকাশিতঃ 4:43 pm | October 05, 2017

ময়নসিংহের গৌরীপুরে কিশোর সাগর মিয়াকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা মামলার প্রেক্ষিতে আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গাউছিয়া হ্যাচারির কর্মচারী মো. আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
এর আগে গত শুক্রবার প্রধান আসামি গাউছিয়া হ্যাচারির মালিক মো. আক্কাস আলীকে ভৈরব থেকে র্যাব গ্রেপ্তার করে। ঘটনার পর নির্যাতনের ছবি ও ফুটেজ দেখে পুলিশ উপজেলার চরশ্রীরামপুর থেকে রিয়াজউদ্দিন রিজু ও ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।
এ পর্যন্ত সাগর হত্যা মামলায় ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, গোয়েন্দা পুলিশ ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া থেকে আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করে। তিনি জেলার ফুলপুর উপজেলার বাতুয়াদি গ্রামের মো. আব্দুল হেকিমের পুত্র।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর ভোরে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুরে গাউছিয়া মৎস্য হ্যাচারির পানির পাম্প চুরির অভিযোগে সাগর মিয়াকে পিটিয়ে হত্যার পর লাশ কাশবনে গুম করে হ্যাচারির মালিক আক্কাস আলী ও কর্মচারী আব্দুল কাইয়ুম এবং তাদের সহযোগীরা।
এ হত্যাকাণ্ডের পর সাগরের পিতা শিপন মিয়া গাউছিয়া হ্যাচারির মালিক আক্কাস আলী, কর্মচারী আব্দুল কাইয়ুম এবং আক্কাস আলীর চার ভাইকে আসামি করে হত্যা মামলা করেন। এদের মধ্যে চারজনকে গ্রেপ্তারের পর আসামি রিয়াজ উদ্দিন রিজু ও ফজলুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি হ্যাচারির মালিক আক্কাস আলীকে আদালত পাঁচদিনের রিমান্ড দেয়।
গ্রেপ্তার আব্দুল কাইয়ুমকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবির ওসি আশিকুর রহমান।