রাহুলের হাত ধরে কংগ্রেসে এলেন উর্মিলা

প্রকাশিতঃ 11:32 pm | March 27, 2019

কালের আলো ডেস্ক:

রাজনীতি মানেই চমক। এবার চমক দিল কংগ্রেস। রাহুল গান্ধীর হাত ধরে বুধবার (২৭ মার্চ) কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। এ সময় উপস্থিত ছিলেন মুম্বাই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা, দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ও রণদীপ সিং সূরযেওয়ালা।

কংগ্রেসে যোগ দিয়েই এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন উর্মিলা। তাঁকে সম্ভবত মুম্বাই উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করবে কংগ্রেস। রাহুল নিজেও উর্মিলাকে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানান। ভারতের এএনআই সংবাদ সংস্থা এমনই দাবি করেছেন।

কংগ্রেসে যোগ দিয়ে উর্মিলা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘রাহুল গান্ধীকে ধন্যবাদ। আজ আমার জীবনে গুরুত্বপূর্ণ দিন। কারণ, সক্রিয় রাজনীতিতে প্রথম পা রাখছি। আমার ভাবনা জুড়ে রয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। আমি দেশের সেবা করতে কংগ্রেসে যোগ দিয়েছি।’

অন্যান্য রাজনৈতিক দলগুলো তারকাদের জনপ্রিয়তা ও গ্ল্যামারকে মাথায় রেখে তাদের দলে আনে। তবে উর্মিলার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই কংগ্রেসের দাবি। মুম্বাই কংগ্রেসের প্রধান মিলিন্দ দেওরাও উর্মিলাকে দলে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email