ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
প্রকাশিতঃ 3:06 pm | February 20, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:
ময়মনসিংহে শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব অভিমুখী ওই বাসের সঙ্গে ময়মনসিংহ অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয়যাত্রীর মধ্যে চারযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।