মসিক নির্বাচন: মেয়র প্রার্থী হিসেবে দোয়া চাইলেন ইকরামুল হক টিটু

প্রকাশিতঃ 1:09 am | March 27, 2019

কালের আলো ডেস্ক:

আসন্ন ৫ মে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সাবেক সফল পৌর মেয়র ও সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক মো. ইকরামুল হক টিটু।

বুধবার (২৭ মার্চ) তার নিজস্ব ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দোয়া কামনা করেন তিনি।

কালের আলো’র পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল:

“ময়মনসিংহ নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়র হিসেবে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন হওয়ার পর সরকার মনোনীত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে করে ময়মনসিংহকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা যায় এবং সিটি কর্পোরেশন এর মাধ্যমে আরো ব্যাপক পরিমাণে উন্নয়ন কাজ সহজ ভাবে করা যায় বিধায় সম্মানিত নগরবাসীর মতামতের ভিত্তিতে একটি উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়ন কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে, আমার বিগত কর্মকালীন সময়ে আমি নগরবাসীর অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি যার ফলে সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় আমাদেরকে সিটি কর্পোরেশন উপহার দিয়ে আরো ব্যাপক উন্নয়ন কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, নির্বাচন কমিশন গতকাল নবগঠিত প্রথম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের জন্য ০৫,ই মে তারিখ নির্ধারণ করেছেন, আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সম্মানিত নগরবাসী সহ সকলের কাছে দোয়া, আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করছি।”

কালের আলো/ওএইচ