ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিতঃ 4:38 pm | October 05, 2017

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজস্ট্রেট এবিএম কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান, ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী ও র্যাব-১৪ এর সদস্যরা।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী বলেন, অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অবৈধ অভিযান অব্যাহত থাকবে।