আজ বিসিবির বোর্ড সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

প্রকাশিতঃ 12:03 pm | January 25, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

চলতি বছরের দ্বিতীয় বোর্ড সভায় আজ বসছে বিসিবির পরিচলকরা। এ বছরের প্রথম একটি জরুরি বৈঠক হয়েছে, তবে সেটি অনলাইনে। তবে এবার স্ব-শরীরে বসতে যাচ্ছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বোর্ড সভা। যা শুরু হবে বিকাল ৩টা থেকে।

এবারের বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। সম্প্রতি আলোচনাতে রয়েছে এই বিষয়। সিসিডিএমের ৭৮টি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ শক্ত দাবিই জানিয়েছে। সেটি অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে এই বোর্ড সভায়।

এছাড়া বিপিএল টি-টোয়েন্টির বিষয় তো থাকছেই। ফ্র্যাঞ্চাইজিদের বেতন ইস্যু থেকে শুরু করে আরও নানাবিধ বিষয়ে বিপিএলে আছে জটিলতা। আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও! এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্বও থাকতে পারে আলোচনায়।

ক্রিকেটারদের পারিশ্রমিক কাণ্ডের আগেই ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবগুলোর বিদ্রোহে অচল হয়ে পড়ে ঢাকার ক্রিকেট। গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাবনা বাতিলের দাবিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করে ক্লাবগুলো। সংশোধন আনুষ্ঠানিক ভাবে বাতিল না হওয়া পর্যন্ত প্রথম বিভাগসহ আসন্ন কোনো লিগেও অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। গত শনিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেয় “ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন”।

এ রকম পরিস্থিতিতে ঢাকার ক্লাবের ক্ষমতা হ্রাস করতে গিয়ে দেশের ক্রিকেটকে অকার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিসিবির একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেন, ‘বিকেন্দ্রীকরণের উদ্যোগ ভালো। তবে প্রতিটি আঞ্চলিক সংস্থাকে শক্তিশালী না করে ঢাকা লিগকে অস্থিতিশীল করা হচ্ছে। যেটা দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে।’

এবারের বিপিএলে নানান সন্দেহ তৈরি হয়েছে। বড় বড় ওয়াইড, ১ বলে ১৫ রান, ১২ বলের ওভার, ব্যাটারদের হুট করে ধীরগতির ব্যাটিংকে অনেকে আতশিকাচ দিয়ে দেখছেন। তবে বিসিবি ও এসিইউ (অ্যান্টি-করাপশন ইউনিট) এটাকে বলছে অতিরঞ্জিত। তবে কিছু কিছু ক্ষেত্রে তদন্তের অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিপিএল নিয়ে সন্দেহের প্রশ্নে বিসিবি এসিইউ জানিয়েছে, কিছু ক্রিকেটারের বিষয়ে তারা তদন্তের অনুমতি চেয়েছে। কিন্তু ৪০ ক্রিকেটারকে নজরদারিতে রাখার বিষয়টি অতিরঞ্জিত। জানা গেছে, সন্দেহের জালে কেউ কেউ আছেন। বিসিবির দুর্নীতি দমন বিভাগ কজন বোলারকে স্পট করেছেন। সন্দেহজনক ওভারগুলো পর্যালোচনা করে বিসিবিকে নোট দিয়েছেন তারা।

এসিইউ প্রধান মেজর (অব.) রায়ান আজাদ বলেন, ‘যা কিছু দেখছেন অতিরঞ্জিত। সন্দেহ থেকে যে যার মতো ব্যাখ্যা করছে। আমরা বা আপনাদের সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। কেউ সাহায্য চাইলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করি। একে ধরছি, ওকে ধরছি, বিষয়টি ঠিক না।’

কালের আলো/এমডিএইচ