মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
প্রকাশিতঃ 8:40 pm | January 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুল জারিসহ এই আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসার সুপারের এমপিও স্থগিত করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মাদরাসা সুপার হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত ওই রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এমপিও দেওয়ার নির্দেশনা দেন। ওই আদেশ গত ৩ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করা হয়। তাকে গত ২৮ অক্টোবর হাইকোর্টে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু তিনি ওই আদেশ প্রতিপালন করেননি। এরই ধারাবাহিকতায় বিষয়টি আদালতের নজরে এলে হাইকোর্ট তাকে আবারও তলব করেন।
কালের আলো/এসএকে