বিরতি ভেঙে ফিরলেন লাস্যময়ী সুস্মিতা শারলিন

প্রকাশিতঃ 10:16 am | March 12, 2019

বিনোদন প্রতিবেদক, কালের আলো :

অন্য মডেল থেকে স্বভাবতই তিনি আলাদা। কাজের সংখ্যা বাড়ানো’র জোয়ারে গা ভাসাতে নারাজ। কাজ করেন বেছে বেছে। আবার মাঝে মধ্যে আড়ালে যাওয়ার প্রবণতাও রয়েছে তাঁর মাঝে। বলা চলে সেটি নিছক অভিমান ছাড়া বেশি কিছু নয়। এমন বৈশিষ্ট্যের অধিকারী যিনি পাঠকমাত্রই বুঝতে বাকী থাকার কথা নয়, তিনি সুস্মিতা শারলিন।

হালের জনপ্রিয় মডেল এবং উপস্থাপক। দুই ধারাতেই সাফল্যের নজির স্থাপন করেছেন এই লাস্যময়ী। তবে সবচেয়ে বড় একটি সুখবর হচ্ছে, আবারো বিরতি ভেঙেছেন এনটিভি’র ‘স্বর্ণালী স্মৃতি’ খ্যাত এই উপস্থাপক। অবশ্য উপস্থাপনায় নয়, সুস্মিতা রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন মডেলিং জগত।

ফ্যাশন সচেতনতায় পারঙ্গম এই তারকাকে দীর্ঘদিন পর দেখা গেছে বাংলালিংকের মডেলিংয়ে। বাংলালিংকের ইন হাউজ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আবারো সবার নজর কেড়েছেন। গত বছরের ডিসেম্বরে জিন্দা পার্কে বাংলালিংকের মডেলিংয়ে তাঁর ছবি তুলেছেন নামি ফটোগ্রাফার ইকবাল আহমেদ।

বাংলালিংকের হেড অফিসের ৬ষ্ঠ ও নবম তলায় বিশাল ক্যানভাসের ন্যায় শোভা পাচ্ছে প্রিয়দর্শীনি সুস্মিতার ছবি। সম্প্রতি নিজের মডেলিং ছবির সামনে আয়েশী ভঙ্গিতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন শারলিন।

এই প্রসঙ্গে জানতে চাইলে সুস্মিতা শারলিন কালের আলোকে বলেন, এক বছর আগে এই কাজটি করেছিলাম। সুখানন্দে নিজের পুরনো কাজের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি।

এক সময় রাজধানীর নামকরা একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন সুস্মিতা শারলিন। এরপর তিনি মনোনিবেশ করেন ব্যবসায়। কিন্তু উপস্থাপনা আর মডেলিং’র প্রতি তাঁর একটি টান ছিল বরাবরই। দেশের ২৪ ঘন্টার নিউজ চ্যানেল নিউজটোয়েন্টিফোর’র ঈদ কেনাকাটা অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি।

এরপর নিউজটোয়েন্টিফোরকে বিদায় জানিয়ে এনটিভি’র সঙ্গে যুক্ত হন সুস্মিতা। মূলত এনটিভিতে চলচ্চিত্রের তারকা ও গান নিয়ে প্রচারিত সেলিব্রেটি শো ‘স্বর্ণালী স্মৃতি’র ৮ টি পর্বে তাঁর মনোমুগ্ধকর উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন সচেতনতাও দেখে অভিভূত হন সবাই।

এসব এখন পুরনো তথ্য। নতুন খবর হচ্ছে, বাংলালিংকের কাজের পর এই বছরেরই প্রথম দিকে মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানিতেও মডেল হয়েছেন সুস্মিতা। একই সঙ্গে হয়েছেন এস.এম.সি’র লোগো চেঞ্জের মডেল। নতুন উদ্যমে দাপটের সঙ্গেই অব্যাহত কাজের মাধ্যমে জানান দিচ্ছেন নিজের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কথা। প্রমাণ করেছেন মডেলিং জগতেও সুতীব্র প্রয়োজন রয়েছে তাঁর।

আরো কিছু সারপ্রাইজ দিয়ে মডেলিংয়ে নিজের চাঙ্গা অবস্থানকে দৃঢ়তার সঙ্গে তুলে ধরারও জোর প্রস্তুতি শুরু করেছেন শারলিন। কালের আলোকে সেই ইঙ্গিত দিয়েই বললেন, ‘অপেক্ষা করুন, আরো চমক অপেক্ষা করছে।’

কালের আলো/ওএইচ/এএ