বিজয়ের মাসেও বিক্রি কম হচ্ছে জাতীয় পতাকা

প্রকাশিতঃ 10:00 pm | December 13, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর পতাকা বিক্রি কিছু ক্ষেত্রে কমে গেছে। তবে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিক্রি কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকজন পতাকা বিক্রেতার সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। টিএসসি এলাকায় পতাকা বিক্রি করেন চাঁদ সরকার। তিনি বলেন, পতাকা বিক্রি হচ্ছে তবে জুলাই-আগস্ট মাসে যে পরিমাণ বিক্রি করতে পেরেছিলাম ততটা নেই।

আব্দুল কারিম নামে শহীদ মিনার এলাকার আরেক পতাকা বিক্রেতা বলেন, ১৬ ডিসেম্বরের ২ দিন বাকি থাকায় বিক্রি কিছুটা বেড়েছে। এক সময় বাংলাদেশের পতাকা ডিসেম্বরের আগে তেমন বিক্রি হয়নি। তবে জুলাই-আগস্টের সময় এবং তারপর অনেক বেশি বিক্রি হয়েছে। সে সময় দৈনিক ২০০০-২৫০০ টাকার পতাকা বিক্রি করেছি ৷ এখন বর্তমানে ৫০০-৭০০ টাকা গড়ে থাকে।

২০ বছর যাবৎ পতাকা বিক্রি করা মুহাম্মদ রাসেল বলেন, ফিলিস্তিনের পতাকা গড়ে ১০-১৫টি বিক্রি হয়। এছাড়া ছাত্রদল-যুবদলের লোগো সম্বলিত মাথা ও হাতের ব্যান্ড বিক্রি হচ্ছে অনেক। জুলাই-আগস্টের মত বিক্রি নেই মোটেও তবে ডিসেম্বরে বিক্রি হচ্ছে কিছুটা। আগস্টে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

একই এলাকার মোহাম্মদ রানা বলেন, ফিলিস্তিনের পতাকা কম বিক্রি হচ্ছে। বাংলাদেশের পতাকা আগের মতই। তবে রাত পোহালে বাংলাদেশের পতাকা বিক্রি বাড়বে বলে আশা করি।

কালের আলো/ডিএইচ/কেএ