খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ান প্রতিনিধির বৈঠক
প্রকাশিতঃ 1:21 pm | November 24, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং কাউন্সিলর মি. ভ্লাদিমির মেকোলোভ।
রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে খাদ্যশস্য রপ্তানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কালের আলো/ডিএইচ/কেএ