ময়মনসিংহে ‘প্রেমিকাহীন’ তরুণদের সিঙ্গেল র‌্যালি!

প্রকাশিতঃ 7:40 pm | February 14, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:

বিশ্ব ভালেবাসা দিবসে ময়মনসিংহে ব্যতিক্রমধর্মী র‌্যালি করেছে একদল ‘প্রেমিকাহীন’ তরুণ।

বুধবার দুপুরে বাংলাদেশ সিঙ্গেল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আয়োজনে ‘সিঙ্গেল র‌্যালি ও সিঙ্গেলীয় মিলনমেলা’ লেখা ব্যানারে এ র‌্যালিটি নগরীর আনন্দ মোহন কলেজ মাঠ থেকে শুরু হয়ে জয়নুল আবেদীন পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় ‘প্রেমিক-প্রেমিকা নিয়ে ব্যস্ত নয়, ক্যারিয়ার গড়ে করবো জয়’; ‘বিয়ের আগে প্রেম নয়, সিঙ্গেলরাই সফল হয়’ এসব স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন তারা। র‌্যালি শেষে জয়নুল আবেদীন পার্কে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানা হয়।

বাংলাদেশ সিঙ্গেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবিদুর রহমান ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল আলম, সাংগঠনিক সম্পাদক শামীম ইশতিয়াক, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান।