বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক হবে আরও দৃঢ়, বাড়বে সশস্ত্র বাহিনীর সক্ষমতাও
প্রকাশিতঃ 8:27 pm | November 08, 2024
কালের আলো রিপোর্ট:
মাত্র দু’সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফর করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গুরুত্বপূর্ণ ওই সফরে প্রশিক্ষণ সহায়তা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা সৃষ্টি, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা, দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা, যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই সফরের দু’সপ্তাহের মাথায় এবার বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
দেশ দু’টির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে উচ্চ পর্যায়ের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। নিজেদের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে এই সফর নিয়ামকের ভূমিকা পালন করবে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জানা যায়, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উত্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধ ও গতিশীল বাংলাদেশের সাফল্যের গল্প উচ্চারিত হচ্ছে। একটি মুক্ত, নিরাপদ এবং শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে বাংলাদেশকে বরাবরই গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ডিফেন্স অফিসের ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা বিষয়ক সহকারী সামরিক সচিব ড. এলি রাটনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালেও ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এর আগেও দেশ দু’টি বিভিন্ন নিরাপত্তা সংলাপে বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।
এবারের তিন দিনের সফরে যেসব বিষয়ে আলোচনা
আইএসপিআর জানায়, তিন দিনের সফরে গত বুধবার (০৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসেন। এই সফরে বিশেষ গুরুত্ব পায় উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়টি। এছাড়া মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইচএডিআর) বিষয়ক যৌথ উদ্যোগের বিষয়গুলোও আলোচিত হয়েছে।
সফরের শুরুত্বেই ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়াও প্রতিনিধিদলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এর সঙ্গেও বৈঠক করেন। দ্বিপাক্ষিক এসব আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরিতে যৌথ মহড়া আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় স্থান করে নেয় বলে জানায় আইএসপিআর।
তাঁরা আরও জানায়, প্রতিনিধিদলটি সেনাসদর আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে। এই ব্রিফিং সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে উদ্যোগ এবং সঙ্কটকালীন দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। সফর শেষে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলটি শুক্রবার (০৮ নভেম্বর) তাঁরা বাংলাদেশ ত্যাগ করেন।
কালের আলো/এমএএএমকে