প্রধানমন্ত্রীর নতুন উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষারের যোগদান

প্রকাশিতঃ 10:11 pm | March 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের মিডিয়া উপ কমিটির সদস্য, সাংবাদিক হাসান জাহিদ তুষার।

মঙ্গলবার (৫ মার্চ) তিনি কাজে যোগ দিয়েছেন। এর আগে গতকাল সোমবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপনটিতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান জাহিদ তুষারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি সরকারের উপসচিব পদমর্যাদায় গ্রেড-৪ ভুক্ত হবেন এবং ৫৩ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের আওতাভুক্ত থাকবেন।

এছাড়া এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

কালের আলো/এমএইচএ