জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়,গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

প্রকাশিতঃ 10:38 am | October 06, 2025

কালের আলো ডেস্ক:

নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

তারেক রহমান বলেন, ‘আমি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না।

তিনি বলেন, ‘এই আন্দোলন জুলাই মাসে সফল হলেও প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে। বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করে জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে অংশগহণ করেছে। শুধু কী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন মাঠে ছিল, অবশ্যই নয়। সেদিন মাদরাসার ছাত্ররা ছিলেন আন্দোলনের মাঠে, গৃহিনী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, সাংবাদিক, গার্মেন্টস কর্মীরাও নেমে এসেছিলেন আন্দোলনে। কাজেই কারও ভূমিকাকে খাটো করে দেখতে চাই না।

আমি বিশ্বাস করি সমাজের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। সমাজের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের অবদান আছে

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বিএনপি প্রথম থেকেই বলেছে, যত দ্রুত নির্বাচন হবে, দেশের স্থিতিশীলতা তত দ্রুত ফিরে আসবে। যদি নির্বাচন ছয় মাস আগে হত, তাহলে দেশের অনেকগুলো সংকট তৈরি হতো না। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি উপলব্ধি করেছেন।

আমরা চেয়েছিলাম ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক, তবে সরকার ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন আয়োজন করতে চাইছে। আমরা আশা করি, সরকার এই উদ্যোগ সুন্দরভাবে সম্পাদন করবে।

কালের আলো/এসআর/এএএন