কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের এআইইউবি পরিদর্শন

প্রকাশিতঃ 1:19 pm | October 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে শিক্ষা ও গবেষণায় ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস ও ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ।

বৈঠকে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, এআইইউবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে এআইইউবি ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ ও অংশগ্রহণ, এবং যৌথ গবেষণা উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বিশ্বব্যাপী একাডেমিক অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি এআইইউবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

কালের আলো/এসএকে